পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পঞ্চগড় বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসের নিয়ন্ত্রণ হারানোর ফলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হোসনে আরা মালা (৪২) পঞ্চগড় পৌরসভার পুরাতন পঞ্চগড় এলাকার শামসুজ্জোহা তরুণের স্ত্রী। তিনি একটি বেসরকারি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘আশা’-তে মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুসাইবা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে পথচারী ও বিভিন্ন যানবাহনে ধাক্কা দিতে দিতে এগিয়ে যাচ্ছিল। এ সময় হোসনে আরা সহকর্মীর মোটরসাইকেলে বসে মিঠাপুকুর এলাকা থেকে পঞ্চগড় বাজারে যাচ্ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে বাসটি মোটরসাইকেলে ধাক্কা দিলে হোসনে আরা বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আহতদের মধ্যে ৫ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বাসটি ‘ব্রেক ফেল’ করেছিল বলে স্থানীয়রা ধারণা করছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি আংশিক ভাঙচুর করে। পুলিশ বাসটি জব্দ করেছে এবং বাসের সহকারী সুমন ইসলামকে (২২) আটক করেছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।