বর্তমান ছোট পর্দার জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল নাচ দিয়ে, পরে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। এরপর ধীরে ধীরে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে জায়গা করে নেন নাট্যজগতে।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয়, ক্যারিয়ার ও ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে তার। তবে বরাবরের মতোই ভিউ কিংবা পারিশ্রমিক নয়, নিজের ভালো লাগার জায়গা থেকেই কাজ করতে চান তিনি।
হিমি বলেন, “আমি শুধুমাত্র ভিউস কিংবা টাকার জন্য অভিনয় করি না। ব্যক্তিগত জীবনে আমি শান্ত স্বভাবের হলেও অভিনয়ের সময় প্রাণবন্ত চরিত্রেও সহজেই ঢুকে যেতে পারি। একবার আমার নানি নাটক দেখে বুঝতেই পারেননি যে আমি অভিনয় করেছি। এটাই আমার জন্য বড় সাফল্য।”
ভারতীয় দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় হিমি। বিশেষ করে ‘হঠাৎ দেখা’ সিনেমার মাধ্যমে ওপার বাংলার দর্শকদের কাছেও পরিচিত মুখ হয়ে ওঠেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে লঞ্চ করেছিলেন, রেশমি মিত্র ছিলেন সেই ছবির পরিচালক। তবে এরপর কলকাতায় আর সেভাবে কাজ করা হয়নি, যদিও জায়গাটির প্রতি আমার একটা বিশেষ ভালোবাসা রয়েছে।”
টালিউডে কাজ করা প্রসঙ্গে হিমি স্পষ্ট জানান, শুধুমাত্র নামী পরিচালকের সঙ্গে কাজের লোভে তিনি কাজ করতে চান না। তার মতে, চরিত্রের বিষয়বস্তু যদি ভালো হয়, তবেই তিনি অভিনয়ে আগ্রহী।
“আমি কখনোই কেবল নাম দেখে কাজ করব না। গল্প বা চরিত্র যদি আকর্ষণীয় হয়, তবেই আমি সেটি করব,” বলেন হিমি।
এছাড়া, ভারতীয় সিনেমা ও ওটিটি কনটেন্ট নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী। বলিউডের উন্নতি প্রশংসা করলেও তিনি চান ভারতীয় দর্শকরা বাংলাদেশি নাটক ও চলচ্চিত্রের প্রতিও আগ্রহী হোক।