নোয়াখালীর হাতিয়া উপজেলায় আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে স্বামী এবং রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্ত্রীর মৃত্যু হয়। নিহতরা হলেন, নিমাই চন্দ্র মজুমদার (৭০) এবং তার স্ত্রী মিলন বালা মজুমদার (৬২)। তাঁরা হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হন ওই দম্পতি এবং পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় স্বামী কুমিল্লা এলাকায় মারা যান। স্ত্রীর মৃত্যু হয় হাসপাতালে পৌঁছানোর পর। আগুনে তাঁদের বসতঘর এবং গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়, পাশাপাশি তাঁদের গরুগুলিও মারা যায়।
হাতিয়া থানার কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করেছেন এবং স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনও তদন্ত শুরু করেছে।