মাত্র ১০ হাজার রুপি নিয়ে বলিউডের স্বপ্ন নগরী মুম্বাইয়ে পা রেখেছিলেন সানিয়া মালহোত্রা। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে তিনি এখন ওটিটি ও বড় পর্দার জনপ্রিয় মুখ। ‘দঙ্গল’ দিয়ে শুরু করা এই অভিনেত্রী বাণিজ্যিক ও শৈল্পিক সিনেমায় নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন।
তবে বলিউডে আসার পথ সহজ ছিল না। অডিশনে মেকআপ ছাড়া গেলে কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে অবাক করা পরামর্শ পেয়েছিলেন—চেহারা বদলের জন্য অস্ত্রোপচার করতে হবে! যদিও আজকের দিনে সেই ধরণের মন্তব্য আর শুনতে হয় না বলে জানিয়েছেন তিনি।
শুরুতে ইয়োগা শেখানো ও বিভিন্ন অডিশনের মাধ্যমে ক্যারিয়ার গড়তে থাকেন সানিয়া। ‘দঙ্গল’ সিনেমায় আমির খানের সঙ্গে কাজ করার পর আলোচনায় আসেন। এরপর ‘ফটোগ্রাফ’, ‘লুডো’, ‘শকুন্তলা দেবী’, ‘লাভ হোস্টেল’সহ বেশ কিছু সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বাণিজ্যিক সিনেমাতেও তিনি নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন, যেমন ‘জওয়ান’ ও ‘বেবি জন’।
একবার ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমার শুটিংয়ের সময় নেটফ্লিক্সের সেট থেকে কিছু শাড়ি এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে সেগুলো সঙ্গে করেই নিয়ে আসেন! পরে এক সাক্ষাৎকারে মজার ছলে জানিয়েছেন, সেই শাড়ির একটি বান্ধবীর বিয়েতেও পরেছিলেন তিনি।
আজকের দিনে প্রতি সিনেমায় কোটি রুপি পারিশ্রমিক পাওয়া এই অভিনেত্রী প্রমাণ করেছেন, আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকলে যেকোনো স্বপ্নই বাস্তবে রূপ নিতে পারে।