নেইমার ও আল হিলালের সম্পর্কের অবসান নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটেছে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার শেষমেশ সৌদি প্রো লিগের ক্লাবটি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল হয়েছে বলে জানিয়েছে আল হিলাল।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে ক্লাবটি। এর মধ্য দিয়ে নেইমারের জন্য শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পথ সুগম হয়েছে।
বিশ্বস্ত সূত্র অনুযায়ী, নেইমার সান্তোসের সঙ্গে ৬ মাসের একটি প্রাথমিক চুক্তি করতে যাচ্ছেন, যা দেড় বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে। আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
চুক্তি বাতিল করতে গিয়ে নেইমার তার পাওনা অর্থের একটি বড় অংশ ত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি ২.৫ থেকে ৩ কোটি ডলারের মতো অর্থ ছেড়ে দিয়েছেন, যদিও তার পাওনা ছিল ৬.৫ কোটি ডলার।
২০২৩ সালে ৯.৭৬ কোটি ডলারের বিনিময়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু ইনজুরি সমস্যায় জর্জরিত হয়ে এক বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। ফেরার পর মাত্র কয়েকটি ম্যাচ খেলতে পারলেও আবারও ইনজুরিতে পড়েন।
আল হিলালের হয়ে নেইমার মাঠে নেমেছেন মাত্র ৭টি ম্যাচে। এসব ম্যাচে একমাত্র গোলটি তিনি করেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে।
এর মধ্য দিয়ে সৌদি প্রো লিগে নেইমারের অধ্যায় শেষ হলো। ফুটবলপ্রেমীরা এখন তার সান্তোসে ফেরা এবং মাঠে ফিরে নিজেকে নতুন করে প্রমাণ করার অপেক্ষায়।