প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনেও প্রস্তুতি নিচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন যে, সরকার স্থানীয় নির্বাচনের পরিকল্পনা করছে যাতে তা যথাযথভাবে স্থানীয় থাকে এবং একটি শক্তিশালী সরকার গঠন করা যায়।
নিকোলা বিয়ার ইআইবির পক্ষ থেকে সরকারকে সংস্কারের বাস্তবায়নে সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং বলেন, তারা বাংলাদেশ সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতার জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, এটি একটি চ্যালেঞ্জিং সময় এবং বাংলাদেশ সরকারের সংস্কার উদ্যোগ সমর্থন করা ইইউ-এর দায়িত্ব।
অধ্যাপক ইউনূস দুর্নীতি প্রতিরোধ, জ্বালানি ক্ষেত্রে সবুজ রূপান্তর এবং সুন্দরবন সংরক্ষণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ইআইবির সাহায্য চান। তিনি উল্লেখ করেন যে, চট্টগ্রাম বন্দর ও উত্তরাঞ্চলে পানি ব্যবস্থাপনার উন্নয়নও ইআইবির সহায়তার মাধ্যমে সম্ভব হবে।
এদিকে, স্থানীয় সরকার সংস্কার কমিশন জানিয়েছে যে, জাতীয় এবং স্থানীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো সুপারিশ করা তাদের এখতিয়ারভুক্ত নয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ একটি বিবৃতিতে বলেন, সরকারের এবং নির্বাচন কমিশনের কাজ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।