প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক বক্তব্যের মধ্যে যেতে চায় না। তারা কেবল সংবিধান ও নির্বাচনী নিয়ম মেনে সবার জন্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে।
আজ রোববার নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে সিইসি এই কথা বলেন।
বিএনপির পক্ষ থেকে জুলাই-আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি প্রসঙ্গে সিইসি বলেন, “আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা চাই, নির্বাচন এমনভাবে আয়োজন করতে যাতে সব দল অংশ নিতে পারে এবং নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।”
সিইসি আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময়সীমা নির্ধারণ করেছেন, তা মাথায় রেখে ইসি কাজ করে যাচ্ছে।
আগামীকাল সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এই কার্যক্রমের জন্য ইউএনডিপি ১৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার এবং ৪৩০০টি ব্যাগ সরবরাহ করেছে। হালনাগাদের কাজে প্রায় ৬৫ হাজার কর্মী নিয়োজিত থাকবে বলে সিইসি জানান।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো সব দলের জন্য একটি ফ্রি এবং ফেয়ার নির্বাচনী পরিবেশ তৈরি করা, যেখানে সব পক্ষ সমান সুযোগ পাবে।”