ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তারকে আজীবন জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে। সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দেওয়ার অভিযোগে গত রবিবার শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব গণমাধ্যমে এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। গত বছর ১৬ জুলাই, কোটাবিরোধী আন্দোলন নিয়ে সমিতির প্যাডে বিবৃতি দেন নিপুণ, যেখানে তিনি নিজেকে ‘সাবেক’ সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন এবং পরে তা নিজের ফেসবুকেও পোস্ট করেন। এতে ব্যাপক সমালোচনা তৈরি হলে, মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি ৩০ জুলাই নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এছাড়া, নিপুণের বিরুদ্ধে আরও কিছু বিতর্ক ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে তাঁর কুরুচিপূর্ণ মন্তব্য। তার এই কর্মকাণ্ডকে গঠনতন্ত্র পরিপন্থী হিসেবে দেখে শিল্পী সমিতি তাকে নোটিশ দেয়।
অপরদিকে, ১০ জানুয়ারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশ নিপুণের পাসপোর্ট অফলোড করে, তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। নিপুণ বর্তমানে দেশে আত্মগোপনে রয়েছেন।