রাজশাহীর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির ছাত্রী জেসমিন খাতুন গত বছর নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করে এবার বার্ষিক পরীক্ষায় ২৯ জনের মধ্যে প্রথম হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় তার বিয়ে ভেঙে যায়, যা তাকে পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে।
জেসমিন এখন নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। প্রধান শিক্ষক রেজিনা খাতুন জানান, পড়াশোনার পাশাপাশি কবিতা লেখা, ছবি আঁকা, গান, নাচ এবং বিতর্কসহ বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রমে অংশ নিয়ে সে একাধিক পুরস্কার জিতেছে। আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও জেসমিন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে।