দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বরাবরই নিজের মতাদর্শ ও ব্যক্তিত্ব বজায় রেখে অভিনয় করে যাচ্ছেন। অনেক অভিনেত্রী সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করলেও সাই পল্লবী বরাবরই নিজের নীতিতে অটল থেকেছেন।
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা সম্প্রতি এক অনুষ্ঠানে জানান, তার সুপারহিট ছবি অর্জুন রেড্ডি সিনেমার জন্য প্রথমে নায়িকার চরিত্রে সাই পল্লবীকেই ভাবা হয়েছিল। তিনি মনে করেছিলেন, প্রেমের টানাপোড়েন আর আবেগঘন এই চরিত্রের জন্য সাই পল্লবীই যথাযথ। তবে তার একজন পরিচিত ব্যক্তি তাকে সতর্ক করে দেন যে, সাই পল্লবী এই ধরনের সিনেমায় অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না। কারণ তিনি এমনকি হাতাকাটা পোশাক পরতেও অনিচ্ছুক।
সন্দীপ রেড্ডি বলেন, অনেক অভিনেত্রী ক্যারিয়ারের জন্য নিজেদের পরিবর্তন করেন, কিন্তু সাই পল্লবী আজও তার নিজস্বতা বজায় রেখেছেন। এই সততা ও আত্মপ্রত্যয়ই তাকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। যদিও তিনি অর্জুন রেড্ডি সিনেমায় অভিনয় করেননি, তবে সন্দীপের নতুন ছবি থান্ডেল-এ তিনি রয়েছেন, যেখানে তার সহশিল্পী নাগা চৈতন্য।
সাই পল্লবী শুধু অভিনয় প্রতিভার জন্যই নয়, নিজের আদর্শের প্রতি একনিষ্ঠ থাকার কারণেও দর্শকদের কাছে অনন্য হয়ে উঠেছেন।