নড়াইলে নিখোঁজের চার দিন পর বাগেরহাটের ফকিরহাট থেকে গৃহবধূ সুরাইয়া শারমিন দৃষ্টির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুরাইয়া গত শুক্রবার যশোরে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবার একাধিকবার খোঁজ নিয়ে নিশ্চিত হয় যে তিনি খুলনায় এক বান্ধবীর কাছে গিয়েছিলেন। পরে বাগেরহাটের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। নিহতের পরিবার হত্যার ন্যায়বিচার দাবি করেছে, এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।