রাজধানীর নিউ ইস্কাটনে একটি ভবনে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে আবদুল মালেক খান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে বিয়াম কার্যালয়ের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এসি বিস্ফোরণের ফলে কার্যালয়ে আগুন লাগে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। আহত গাড়িচালক মো. ফারুককে সামান্য ক্ষত নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত আবদুল মালেক খানকে শুক্রবার সকাল ৭টায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ছোট ভাই সোহেল খান বলেন, তার ভাই সাধারণত ৫০৪ নম্বর রুমে থাকতেন, তবে দুর্ঘটনার সময় তিনি ৫০৭ নম্বর রুমে ছিলেন। তিনি গাড়িচালকের সামান্য আহত হওয়াকে রহস্যজনক বলে উল্লেখ করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।