চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত। একই পথে এগিয়েছে নিউজিল্যান্ডও। তাই দুই দলের মধ্যকার শেষ গ্রুপপর্বের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র। এ কারণে ভারতীয় দল একাদশে কিছু পরিবর্তন আনতে পারে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার বদলে দলের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন তরুণ ব্যাটসম্যান শুভমান গিল।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সময় ফিল্ডিং করতে গিয়ে রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পেয়েছিলেন। এরপর থেকেই তার পুরোপুরি ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়। যদিও তিনি অনুশীলনে অংশ নিয়েছেন, তবে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়নি।
রোহিত যদি বিশ্রামে থাকেন, তবে ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে। অভিজ্ঞ লোকেশ রাহুলকে টপ অর্ডারে খেলানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রোহিতের জায়গায় দলে যুক্ত হতে পারেন রিশাভ পান্ত, যাকে মিডল অর্ডারে ব্যাট করানোর পাশাপাশি উইকেটকিপিংয়ের দায়িত্বও দেওয়া হতে পারে।
এছাড়া, ভারতের বোলিং লাইনআপেও পরিবর্তন আসতে পারে। মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদবকেও বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী।
শেষ ম্যাচটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ না হলেও, নতুন নেতৃত্বে খেলোয়াড়দের পরীক্ষা করার দারুণ সুযোগ হতে পারে। এখন দেখার বিষয়, শুভমান গিল অধিনায়কত্বের প্রথম স্বাদ কেমন উপভোগ করেন!