ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রত্যাশিত ব্যাটিং করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে ফাইনালে ওঠা দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২৪২ রানে অলআউট হয়েছে। করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে নিউজিল্যান্ডকে শিরোপা জিততে ২৪৩ রান করতে হবে।
টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান শুরু থেকেই চাপের মুখে পড়ে। মাত্র ২০২ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তবে শেষদিকে ফাহিম আশরাফ ও নাসিম শাহর ৩৯ রানের জুটিতে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন।
পাকিস্তানের হয়ে এদিন কেউই ফিফটি করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান, যিনি আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। ৪৫ রান আসে সালমান আগার ব্যাট থেকে। এছাড়া তৈয়ব তাহির ৩৮, বাবর আজম ২৯, ফাহিম আশরাফ ২২ এবং নাসিম শাহ ১৯ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে দারুণ বোলিং করেন উইলিয়াম ও’রর্কে, ৪৩ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। মাইকেল ব্রাসওয়েল ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট শিকার করেন।
পাকিস্তানের ইনিংস প্রত্যাশিত না হলেও বোলাররা যদি শুরুতেই নিউজিল্যান্ডকে চাপে ফেলতে পারে, তাহলে ম্যাচে উত্তেজনা ফিরতে পারে। এখন দেখার বিষয়, পাকিস্তানি বোলাররা দলকে লড়াইয়ে ফেরাতে পারেন কি না।