টি-টোয়েন্টি সিরিজে নতুন শুরুর আশায় মাঠে নেমেছিল পাকিস্তান, কিন্তু নিউজিল্যান্ডের অনভিজ্ঞ বোলারদের সামনেই ধসে পড়ল তাদের ব্যাটিং লাইনআপ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় সালমান আলি আগার নেতৃত্বাধীন দল, যা কিউইদের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর।
ব্যাটিং বিপর্যয়ের ইঙ্গিত মিলেছিল শুরুতেই। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানের মধ্যেই ৪ উইকেট হারায় পাকিস্তান। ইনিংস মেরামতের চেষ্টায় সালমান আগা (১৮) ও খুশদিল শাহ (৩২) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। জাহানদাদ খান করেন ১৭ রান, বাকিরা ছিলেন একেবারেই নিষ্প্রভ।
নিউজিল্যান্ডের তরুণ বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন জ্যাকব ডাফি, যিনি ৪ উইকেট তুলে নেন। কাইল জেমিসন নেন ৩টি উইকেট। অভিজ্ঞ পেসারদের অনুপস্থিতিতেও কিউই বোলিং আক্রমণ পাকিস্তানকে ধ্বংস করে দেয়।
টি-টোয়েন্টিতে এর আগেও পাকিস্তানের ব্যর্থতা ছিল, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এত কম রানে অলআউট হওয়াটা তাদের জন্য নতুন এক লজ্জা। এবার দেখার বিষয়, পরবর্তী ম্যাচগুলোতে তারা ঘুরে দাঁড়াতে পারে কি না।