প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন নাহিদ রানা ও পারভেজ হোসেন। আট বছর আগে, যখন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে বসে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলতে দেখছিলেন, তখন তাঁর মনেও ছিল না যে একদিন নিজেই সেই ইভেন্টে খেলার সুযোগ পাবেন। এই ঘটনাটি নাহিদের জীবনে একটি বড় পরিবর্তন এনে দিয়েছে। এখন, তিনি জাতীয় দলের ক্রিকেটার এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা তাঁর কাঁধে।
পারভেজ হোসেনের জন্যও চ্যালেঞ্জের কমতি নেই। যদিও তিনি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ ভিন্ন। তিনি জানালেন, “অনূর্ধ্ব-১৯ আর আন্তর্জাতিক ক্রিকেট এক নয়, এখানে চ্যালেঞ্জ আরও বড়।”
দ্বিতীয়বারের মতো আইসিসি ইভেন্টে খেলার সুযোগ পাওয়া নাহিদ ও পারভেজ দুইজনেই তাঁদের সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। নাহিদ বলেন, “নার্ভাস লাগছে না, পুরো বিষয় উপভোগ করার চেষ্টা করব।”
এই দুই ক্রিকেটারের জন্য চ্যাম্পিয়নস ট্রফি শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি একটি বড় যাত্রার শুরু। তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।