রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান নাহিদ রানা সম্পর্কে বলেন, তিনি জানেন কীভাবে নিজের যত্ন নিতে হবে এবং বিসিবি তার ফিজিও ও ট্রেনারদের মাধ্যমে মনিটরিং করছে। সোহান আরও জানান, নাহিদ দলের জন্য শতভাগ চেষ্টা করছেন এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করছেন। দলের প্রতিটি সদস্যের অবদানই গুরুত্বপূর্ণ, এবং নাহিদও তার গতি এবং দক্ষতায় দলকে সহায়তা করছেন।