বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তকে ২০১৮ সালে থানার পক্ষ থেকে জানানো হয়, নিশা পাতিল নামে এক নারী ভক্ত মৃত্যুর আগে তার নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে গেছেন। এই খবর শুনে হতবাক হলেও সঞ্জয় দত্ত স্পষ্ট জানিয়ে দেন, এই সম্পত্তি মৃতার পরিবারকেই ফিরিয়ে দেওয়া উচিত।
ব্যাংকের নথিতে সঞ্জয়ের নাম নমিনি হিসেবে উল্লেখ থাকলেও তিনি কোনো সম্পত্তি দাবি করেননি। আইনজীবীদের সঙ্গেও আলোচনার পর তিনি বলেন, পরিবারের হাতে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত।
বলিউডের ‘সাঞ্জু বাবা’ নামে পরিচিত সঞ্জয় দত্ত ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং বর্তমানে বলিউড ও দক্ষিণী সিনেমায় সমানতালে কাজ করছেন। নিজের ২৯৫ কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও তিনি অনৈতিকভাবে কারও সম্পত্তি নিতে রাজি হননি, যা ভক্তদের কাছে তার মর্যাদা আরও বাড়িয়ে তুলেছে।