আইপিএল ও বিগ ব্যাশের আদলে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এবার মেয়েদের জন্য আলাদা ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এই খবর নিশ্চিত করেন।
মেয়েদের বিপিএলের প্রথম আসরে তিনটি দল অংশ নেবে এবং ডাবল লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা হবে। প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। সাত ম্যাচের এই প্রতিযোগিতা সম্পন্ন হবে মাত্র নয় দিনের মধ্যে।
নাজমুল আবেদীন বলেন, “নারী ক্রিকেটারদের উন্নয়ন ও তাদের আন্তর্জাতিক মানে তুলে আনার লক্ষ্যে আমরা অনেকদিন ধরেই ভেবেছি। এই পরিকল্পনার অংশ হিসেবেই মেয়েদের জন্য আলাদা বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বিপিএল শেষে বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগের আরও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করা হয়েছে। এই প্রতিযোগিতাও তিনটি দল নিয়ে হবে এবং আট থেকে নয় দিনের মধ্যে শেষ হবে। বিসিবি আশা করছে, এই ধরনের উদ্যোগ নারী ক্রিকেটের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের ক্রিকেটে এটি নতুন অধ্যায়ের সূচনা, যা নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে আরও প্রস্তুত হতে সহায়তা করবে।