অ্যাতলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
মেট্রোপলিতানো স্টেডিয়ামে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে শুরু থেকেই উত্তেজনা ছিল। প্রথম লেগে রিয়ালের কাছে ১ গোলের লিড হারানোর পর, অ্যাতলেটিকো মাত্র ২৭ সেকেন্ডের মধ্যে গোল করে ম্যাচে এগিয়ে যায়। কনর গ্যালাগারের দুর্দান্ত গোলটি চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেটিকোর ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল হিসেবে রেকর্ড হয়। এরপর পুরো ম্যাচে উত্তেজনা ছড়িয়েছিল, তবে রিয়াল শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে ফিরেছে।
নির্ধারিত সময়ের খেলায় অ্যাতলেটিকো ১-০ গোলে জয়ী হলেও, দুই লেগে স্কোর ২-২ হয়ে যাওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভের্দে এবং আন্তোনিও রুদিগার গোল করেন, তবে লুকাস ভাসকেজ পেনাল্টি মিস করেন। অপরদিকে, অ্যাতলেটিকোর আলেক্সান্দার সোরলথ এবং আনহেল কোরয়ো গোল পেলেও আলভারেজ এবং মার্কোস লরেন্তে পেনাল্টি মিস করেন।
বিশেষত, আলভারেজের গোল বাতিল হওয়া এবং ভিএআর সিদ্ধান্তে নাটকীয় মুহূর্ত সৃষ্টি হয়, যা অ্যাতলেটিকো ভক্তদের জন্য দুঃখজনক। তবে, ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য একটি ঐতিহাসিক জয় হয়ে রইল।