ঢাকা প্রিমিয়ার লিগে রোববার অসাধারণ একটি ইনিংস খেলেন নাইম শেখ। ১২৫ বল খেলে ১৭৬ রান করেন তিনি। তবে, নিজের এই ইনিংসকে ক্যারিয়ারের সেরা বলে মনে করছেন না তিনি।
এই ইনিংসে একটি ডাবল সেঞ্চুরির সম্ভাবনা তৈরি হলেও, শেষ পর্যন্ত ১৭৬ রানেই থেমে যান নাইম। শেরে বাংলায় প্রাইম ব্যাংক বিপক্ষে খেলা ম্যাচের ৩৮.৩ ওভারে তিনি আউট হন। তখনও তার দলকে ইনিংস শেষ করতে প্রায় ৬৯ বল বাকি ছিল।
নাইম বলেন, “যদি আমি ৪৪-৪৫ ওভার পর্যন্ত খেলতে পারতাম, হয়তো আরও কিছু বিশেষ করতে পারতাম। তবে, ১৭৬ রান করেই সন্তুষ্ট।”
নিজের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে নাইম শেখ জানান, তিনি গত দুই বছর ধরে ফুটওয়ার্কে অনেক কাজ করেছেন, এবং সেই পরিশ্রম মাঠে প্রতিফলিত হচ্ছে। তিনি বলেন, “আমি চেষ্টা করেছি যেন কাভার, এক্সট্রা কাভারে সঠিক শট খেলতে পারি, যেগুলো আমি কিছুদিন ধরে অনুশীলন করছি।”
এছাড়া, নাইম শেখ নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবে ২০২২ সালে প্রাইম ব্যাংকের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ১৮৪ রানের ইনিংসকেই সর্বোত্তম মনে করেন।