গত বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মুশতাক তাহমিদ ও অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মুশতাক তাহমিদ। তিনি এই আহ্বানটি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে জানান।
মুশতাক তাহমিদ দাবি করেন, বুধবারের হামলায় ছাত্রদলের দুই নেতা আহমেদ শাকিল ও মাসরুর সরাসরি অংশ নেন। শাকিল তাঁকে ছুরিকাঘাত করেন, এবং মাসরুর তাঁর মাথায় কামড় দিয়ে হামলা চালান। মুশতাক বলেন, হামলাকারী এই দুইজন সন্ত্রাসী ছাড়া কিছুই নয়। তিনি জানান, হামলায় তাঁর শরীরে ১৩টি সেলাই হয়েছে।
এছাড়াও, মুশতাক বলেন, তিনি যখন ভাটারা থানায় মামলা করতে যান, তখন আহমেদ শাকিল সেখানে উপস্থিত ছিলেন এবং মামলা নিতে বাধা দেন। পরে থানার ওসি জানান, “ওপর থেকে নির্দেশ” থাকায় মামলাটি গ্রহণ করা হয়নি। এর প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছিলেন মুশতাক, তবে রোজার মাসে মানুষের ভোগান্তি দূর করতে তিনি এই কর্মসূচি স্থগিত রাখেন।
মুশতাক জানিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে মামলা নেওয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দিতে হবে, এটাই তাঁর প্রধান দাবি।
এদিকে, এই ঘটনার পর সারজিস আলম নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, যেখানে তিনি দাবি করেন, হামলার পেছনে ছাত্রদলের নেতা শাকিল এবং তার সহযোগী সন্ত্রাসীরা জড়িত ছিল।