৪৮তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শেষ হলো ছয়টি নতুন রেকর্ডের সঙ্গে। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শেষ দিনে আরও দুটি নতুন রেকর্ড গড়া হয়, যেখানে প্রথম দিনে একটি এবং দ্বিতীয় দিনে তিনটি রেকর্ড সৃষ্টি হয়েছিল।
দলীয়ভাবে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। ২১টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১২টি তাম্র পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে সমান ১৯টি স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক।
নৌবাহিনী ও সেনাবাহিনী ছাড়া অন্য কোনো সংস্থা স্বর্ণ জিততে পারেনি। বিকেএসপি ও বাংলাদেশ জেল তিনটি করে রৌপ্য ও তাম্র পদক পেয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী চারটি তাম্র, খুলনা ও বাংলাদেশ আনসার একটি করে তাম্র পদক অর্জন করেছে।
এবারের চ্যাম্পিয়নশিপে সেরা পুরুষ অ্যাথলেট নির্বাচিত হয়েছেন ৪০০ মিটার হার্ডলসে রেকর্ড গড়ে স্বর্ণজয়ী বাংলাদেশ সেনাবাহিনীর নাজিমুল হাসান রনি। সেরা নারী অ্যাথলেট হয়েছেন একই ইভেন্টে রেকর্ড গড়ে স্বর্ণপদক জয়ী সেনাবাহিনীর বর্ষা খাতুন।
শেষ দিনে সবার নজর ছিল ২০০ মিটার স্প্রিন্টে। এই ইভেন্টে স্বর্ণপদক জিতে বাজিমাত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর রাকিবুল হাসান। ১০০ মিটারে স্বর্ণ হাতছাড়া হলেও ২০০ মিটারে ২১.৩৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। তার দলmate জহির রায়হান ২১.৭৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন।
নারীদের ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছেন দেশের দ্রুততম ট্র্যাক তারকা শিরিন আক্তার। বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট ২৪.৭৪ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণ জয় করেন। তার ঠিক পরেই ২৪.৮৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন তারই দলmate সুমাইয়া দেওয়ান।
নতুন রেকর্ড ও অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে এবারের জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা সফলভাবে শেষ হলো, যেখানে নৌবাহিনী নিজেদের আধিপত্য ধরে রাখল।