নারী ফুটবলে অভ্যন্তরীণ সংকটের মধ্যেই এক নতুন দল গঠন করে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছে বাংলাদেশ। ইংলিশ কোচ পিটার বাটলার সাবিনাদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে নবীনদের সুযোগ দিয়েছেন, যা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। তবে মাঠের পারফরম্যান্সে সেই কৌতূহল রূপ নিল হতাশায়।
বুধবার রাতে দুবাইয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আরব আমিরাতের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। ম্যাচের শুরুতেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়লেও নতুন অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির পেনাল্টি গোলে ব্যবধান কমায় দল। তবে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ, বরং আরও একটি গোল হজম করে ৩-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে।
আগামী ২ মার্চ দুই দলের মধ্যে আরেকটি আনুষ্ঠানিকহীন প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এটি ছিল দুই দেশের জাতীয় দলের প্রথম মুখোমুখি লড়াই, যদিও বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ আগে তিনবার জিতেছে। মাত্র চার মাস আগে সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো বাংলাদেশ দলের এমন পরাজয় ফুটবলপ্রেমীদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।