ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর। সম্ভাব্য এই তালিকায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। বিশেষ করে, রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটারদের গ্রেডে অবনতি হতে পারে, যার ফলে তাদের বেতনও কমতে পারে।
গত বছর বিসিসিআই ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছিল। তবে সেই তালিকায় জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশানের। এবার নতুন তালিকায় আইয়ার সুযোগ পেতে পারেন বলে জানা গেছে। অন্যদিকে, কোহলি, রোহিত ও জাদেজা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ায় তাদের গ্রেড পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বিসিসিআইয়ের চুক্তিতে চারটি গ্রেড রয়েছে—এ প্লাস, এ, বি এবং সি। সবচেয়ে বেশি পারিশ্রমিক পান গ্রেড এ প্লাসের ক্রিকেটাররা। শেষ চুক্তিতে এই গ্রেডে ছিলেন মাত্র চারজন—বুমরাহ, কোহলি, রোহিত ও জাদেজা। যেসব ক্রিকেটার নিয়মিত তিন ফরম্যাটেই খেলেন, তাদের সাধারণত গ্রেড এ প্লাসে রাখা হয়। তবে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কারণে সিনিয়র ক্রিকেটারদের গ্রেড এ বা বি তে নামিয়ে আনা হতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নতুন চুক্তির তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছে বিসিসিআই। সর্বশেষ চুক্তিতে গ্রেড এ-তে ছিলেন ৬ জন, বি-তে ৫ জন এবং সি-তে ১৫ জন ক্রিকেটার। এ ছাড়া পাঁচজন পেসারকে বিশেষ চুক্তির আওতায় রাখা হয়েছিল, যাদের মধ্যে আকাশ দীপ, ইয়াশ দয়াল, উমরান মালিক, বিজয়কুমার বশাক ও ভি কাভেরাপ্পা ছিলেন।
বিসিসিআইয়ের এই নতুন সিদ্ধান্ত ভারতের ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সিনিয়রদের পারিশ্রমিক কমে গেলে সেটি তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।