মার্কিন পপ তারকা লেডি গাগা আগামী ৭ মার্চ তার সপ্তম অ্যালবাম ‘মেহ্যাম’ প্রকাশ করতে যাচ্ছেন। নিউইয়র্ক ও লাস ভেগাসে বিলবোর্ডের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
গাগা জানান, অ্যালবামটি তার প্রাথমিক পপ সঙ্গীতের প্রতি ভয়ের মোকাবিলার প্রতিফলন। এতে ১৪টি গান থাকবে, যার মধ্যে ‘ডিজিস’ ও ‘ডাই উইথ এ স্মাইল’ আগেই প্রকাশিত হয়েছে।
এছাড়া, গাগা ৩০ জানুয়ারি লস অ্যাঞ্জেলসে ‘ফায়ার এইড’ কনসার্টে অংশ নেবেন, যেখানে বিলি আইলিশ, অলিভিয়া রদ্রিগোসহ আরও শিল্পীরা থাকবেন। এই কনসার্টের উদ্দেশ্য হলো আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করা।