দীর্ঘ তিন বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসি। তবে শিরোপা জয়ের স্বপ্ন বারবার ভেস্তে যাওয়ায় ২০২৫ আইপিএল আসরের আগে তাকে ছেড়ে দেয় বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।
এরপর ভাগ্য বদলের আশায় আইপিএল ড্রাফটে নিজের নাম তোলেন এই প্রোটিয়া ব্যাটার। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত নিলামে মাত্র ২ কোটি রুপির ভিত্তিমূল্যে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। আর এবার সেই দলে পেলেন নতুন দায়িত্বও। অধিনায়ক অক্ষর প্যাটেলের ডেপুটি হিসেবে দিল্লির সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ডু প্লেসি।
আজ সোমবার দিল্লি ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানায়। ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করে ডু প্লেসি বলেন, “আমি দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে দারুণ রোমাঞ্চিত। দল নিয়ে আমি অত্যন্ত আশাবাদী এবং সম্পূর্ণ প্রস্তুত।”
বেঙ্গালুরুর হয়ে গত তিন মৌসুমে ৪২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসি, যেখানে ২১টি জয় ও ২১টি পরাজয়ের রেকর্ড রয়েছে। তার অধীনে দুবার প্লে-অফে উঠলেও, দুইবারই ইলিমিনেটর পর্বে বাদ পড়তে হয় দলকে। তবে ব্যক্তিগত পারফরম্যান্স ছিল প্রশংসনীয়—শেষ পাঁচ আইপিএল মৌসুমে তিনি ৭৪ ইনিংসে করেছেন ২৭১৮ রান।
আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের ১৮তম আসর, যেখানে দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে ২৪ মার্চ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। এখনও শিরোপার স্বাদ না পাওয়া দিল্লি এবার কি ডু প্লেসির অভিজ্ঞতায় ভাগ্য বদলাতে পারবে? উত্তর মিলবে আসন্ন আসরে।