রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ার বিপণিবিতানে শুক্রবার জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের একটি সোনার দোকানে অভিনব পদ্ধতিতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, নয়জনের একটি দল দোকানের সামনে আসে। তাদের মধ্যে দুজন বাদে সবার মুখে মাস্ক।
একজন চাদর মেলে দোকানের শাটার ঢেকে রাখেন। এর পেছনে দুজন শাটারের তালা কাটেন এবং একজন ভেতরে প্রবেশ করেন। বাকি সদস্যরা আশপাশের দোকানে বিক্রয়কর্মীদের ব্যস্ত রাখতে কেনাকাটা করতে থাকেন। মাত্র সাত মিনিট ২৫ সেকেন্ডের মধ্যে সোনা ভর্তি ব্যাগ নিয়ে সবাই পালিয়ে যান।
দোকানের মালিক কাজী আকাশ জানান, প্রায় ১৫৯ ভরি সোনার গয়না চুরি হয়েছে। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বলছে, চুরির সঙ্গে বিপণিবিতানের ভেতরের কেউ জড়িত থাকতে পারে কিনা, তা তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।