নতুন আইনি সংস্কারের মাধ্যমে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল রোববার এক সংবাদ সম্মেলনে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে, যাতে মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হয়।
তিনি বলেন, আগের আইনে তদন্তের জন্য ৩০ দিনের সময় নির্ধারিত ছিল, যা এখন ১৫ দিন করা হবে। এছাড়া, তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন হওয়ার সুযোগ নেই এবং মামলার তদন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। অপরাধীকে জামিন দেয়ার বিষয়ে নতুন আইন অনুযায়ী, ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার শেষ না হলে জামিন দেয়া যাবে না।
ড. আসিফ নজরুল আরও জানান, ধর্ষণ মামলা তদারকির জন্য আইন মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হবে, এবং সমাজে যৌন নিপীড়ন বা হয়রানির বিষয়ে অভিযোগ জানাতে একটি হটলাইন চালু করা হবে, যেখানে ২৪ ঘণ্টা অভিযোগ গ্রহণ করা হবে।
এছাড়া, মাগুরায় একটি আট বছরের শিশুর ধর্ষণের ঘটনায় আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত ব্যবস্থা নিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে, যাতে কোনো ধরনের কালক্ষেপণ না হয়।
তিনি বলেন, সরকার ধর্ষণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।