বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) প্রথম পর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিল ঢাকা মোহামেডান। ৯ ম্যাচের মধ্যে ৮টিতে জয় তুলে নিয়ে তারা শীর্ষস্থান ধরে রেখেছিল। দ্বিতীয় পর্বের শুরুতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ঐতিহ্যবাহী সাদা-কালো দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ঢাকা ওয়ান্ডারার্সকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে মোহামেডান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মোহামেডান, তবে প্রথম দিকে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। অবশেষে ৩৮তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে দলের হয়ে প্রথম গোল করেন উজবেক মিডফিল্ডার মোজাফফর মোজাফফরভ। এরপর দ্বিতীয়ার্ধে ৮১তম মিনিটে বদলি খেলোয়াড় রাহিম উদ্দিন ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৮৯তম মিনিটে সোলেমান দিয়াবাতে দলের পক্ষে তৃতীয় গোল করেন, যা নিশ্চিত করে মোহামেডানের সহজ জয়।
এই জয়ে ১০ ম্যাচে ৯টি জয় নিয়ে ২৭ পয়েন্ট সংগ্রহ করেছে মোহামেডান, যা তাদের শীর্ষস্থান আরও শক্ত করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এখনো এক ম্যাচ কম খেলেছে এবং তাদের সংগ্রহ ২০ পয়েন্ট, ফলে মোহামেডান এখন ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে।
এদিকে, লিগের অন্য ম্যাচে ময়মনসিংহে পুলিশ এফসি ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। এই ম্যাচে ব্রাদার্সের পক্ষে তারকা ফুটবলার জামাল ভূঁইয়া খেলতে পারেননি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ৩-১ গোলে রহমতগঞ্জকে পরাজিত করেছে। ফর্টিসের সংগ্রহ এখন ১০ ম্যাচে ১৪ পয়েন্ট, অপরদিকে রহমতগঞ্জ ও ব্রাদার্স উভয়েরই পয়েন্ট ১৫ করে।
দ্বিতীয় পর্বে দুর্দান্ত সূচনা করে মোহামেডান তাদের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করলো। এখন দেখার বিষয়, প্রতিদ্বন্দ্বীরা তাদের এই ছন্দের জবাব দিতে পারে কি না।