বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার স্বামী জাহির ইকবালের সম্পর্ক অনেকটাই আলাদা। গত বছরের জুন মাসে তারা বিয়ে করেছেন, কিন্তু তাদের ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। তবে এসব গুঞ্জন তেমনই ফেলে, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সুখে সংসার করছেন সোনাক্ষী।
এই বছর দোল উৎসবে অংশ নেন সোনাক্ষী সিনহা, কিন্তু তার সঙ্গে দেখা যায়নি স্বামী জাহিরকে। সামাজিক মাধ্যমে তার একক উপস্থিতি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রশ্ন উঠে। অনেকেই ধারণা করছেন, ভিন্ন ধর্মে বিয়ে হওয়ার কারণে হয়তো তারা ধর্মীয় অনুষ্ঠানগুলো নিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখেছেন।
সোনাক্ষীর এই ভিন্ন ধর্মের বিয়ের ব্যাপারে তার দুই ভাই লব ও কুশের মধ্যে কিছুটা অভিমান ছিল। তাদের বিয়ের পর থেকেই বারবার সোনাক্ষীর ধর্মান্তরণের বিষয়ে কথা উঠেছে। যদিও এসব শঙ্কার কিছুই ছিল না, সোনাক্ষী নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন।
দোল উৎসবে তার স্বামী জাহিরকে না দেখে একাধিক প্রশ্নের মুখে পড়েন সোনাক্ষী। সোনাক্ষী তার পোস্টে জানিয়েছেন, “সবাই দোল উৎসবে মেতে উঠুন, আমি এখানে শুটিংয়ে ব্যস্ত আছি। জাহির মুম্বাইয়ে আছে, তাই সে আমার সঙ্গে নেই। শান্ত থাকুন এবং এই বিষয়টি নিয়ে কোনো সন্দেহ পোষণ করবেন না।”
তবে সোনাক্ষীর ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে প্রচুর বিতর্ক উঠলেও, তিনি জানান যে তাদের সম্পর্কের মধ্যে ধর্ম কখনোই প্রধান বাধা হয়ে দাঁড়ায়নি।