দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। নতুন বছরে এটি দ্বিতীয় দফা বৃদ্ধি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, এবার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা। নতুন এই দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ার কারণে এ সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ১৫ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়েছিল। ক্রেতাদের জন্য এটি আবারও ব্যয়বহুল হয়ে উঠেছে।