সৌদি প্রো লিগে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আল নাসর। আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে হেরে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নেমে যাওয়া দলটি এবার মাঠের বাইরেও দুর্ভোগে পড়ল। মক্কার ক্লাব আল ওয়েহদার বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় তাদের বাস।
দুর্ঘটনার সময় বাসে ক্রিস্টিয়ানো রোনালদো, সাদিও মানে, আইমেরিক লাপোর্তসহ পুরো দল এবং কোচিং স্টাফ উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসটির সামনের অংশ রাস্তার সঙ্গে আটকে যায়। তবে ভাগ্য ভালো, এতে কেউ আহত হননি।
এই ঘটনায় নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেনি আল নাসর। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও দেরির কারণে তা শুরু হয় রাত ১১টায়। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোর দুর্দান্ত হেডে এগিয়ে যায় আল নাসর। এটি তাঁর ক্যারিয়ারের ৯২৫তম গোল এবং চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ১৭তম গোল, যা তাঁকে শীর্ষ গোলদাতার আসনেও বসিয়েছে।
সৌদি দৈনিক ‘ওকাজ’ জানিয়েছে, ম্যাচে দেরিতে উপস্থিত হলে ১০ হাজার রিয়াল (প্রায় ৩ লাখ ২৩ হাজার টাকা) জরিমানার নিয়ম থাকলেও, দুর্ঘটনার কারণে আল নাসরের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হতে পারে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৮০ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল রোনালদোর দল।