চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মেঘনা নদীর পশ্চিমে জেগে ওঠা ৪৮.৫২৫ একর চরের জমি জালিয়াতি করে দখল করার অভিযোগ উঠেছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বড় ভাই জাওয়াদুর রহিম টিপু ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগে বলা হচ্ছে, ২০১৯ সালে তারা জাল দলিলের মাধ্যমে ওই জমির মালিকানা দাবি করেন এবং সেখানে মাছচাষসহ নানা ব্যবসা শুরু করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর অফিসের তদন্তে প্রাথমিকভাবে দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। মঙ্গলবার দুদকের একটি দল, যাদের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক আজগর হোসেন, হাইমচর সাবরেজিস্ট্রার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ব্যাপক অনুসন্ধান চালান।
প্রাথমিক তদন্তে জানা যায়, ১৯৮২ সালে সরকার ওই জমিগুলো কৃষকদের আবাদ করার জন্য বরাদ্দ দেয়। কিন্তু পরে ২০১৯ সালে সাবেক মন্ত্রী দীপু মনির ভাই ও তার সহযোগীরা জমির মালিকানা লাভের জন্য সেখানকার বাসিন্দাদের ওয়ারিশ দাবি করে দলিল তৈরি করেন। অভিযুক্তদের মধ্যে নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদার এবং উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটওয়ারীসহ আরও কয়েকজন রয়েছেন।
দুদকের কর্মকর্তা আজগর হোসেন জানিয়েছেন, তারা প্রতিবেদন তৈরি করছেন এবং পরবর্তী ব্যবস্থা নিতে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।