প্রায় দেড় বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরলেন নেইমার। দীর্ঘদিনের চোট ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে আবারও সেলেসাওদের জার্সিতে দেখা যাবে এই তারকাকে। চলতি মাসের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, যেখানে নেইমারও থাকছেন দলে।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এএফসি লিগামেন্টের (ACL) চোটে পড়েছিলেন নেইমার। এই গুরুতর চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। অবশেষে ২০২৪ সালের অক্টোবরে সৌদি ক্লাব আল-হিলালের হয়ে মাঠে ফেরেন তিনি। তবে ফেরার পরও কিছু চোটজনিত সমস্যা তাকে ভুগিয়েছে, যার ফলে আল-হিলাল তাকে ধরে রাখতে চায়নি। পরে জানুয়ারির দলবদল মৌসুমে নেইমার ফিরে যান নিজের শৈশবের ক্লাব সান্তোসে।
নতুন করে জাতীয় দলে সুযোগ পেয়ে দারুণ খুশি নেইমার। কোচ দরিভাল জুনিয়রের স্কোয়াড ঘোষণার সংবাদ সম্মেলনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে তিনি লিখেছেন, “ফিরতে পেরে খুশি।”
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও নেইমারকে নিয়ে আশাবাদী। তিনি বলেন, “নেইমার আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। তার দক্ষতা ও অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই, সে স্বাভাবিক ছন্দে ফিরে আসুক এবং দলে ভারসাম্য আনতে সাহায্য করুক।”
নেইমারের ফেরার খবরে ব্রাজিলিয়ান সমর্থকরাও দারুণ উচ্ছ্বসিত। এখন দেখার বিষয়, আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে তিনি কতটা ছন্দে ফিরতে পারেন।