বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে টানা পাঁচ ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি। তার মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের মাঠের বাইরে থাকা নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় তার পর্যাপ্ত ম্যাচ অনুশীলন না হওয়াটা জাতীয় দলের জন্যও চিন্তার কারণ হতে পারে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে শান্তর একাদশের বাইরে থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি শান্তর পারফরম্যান্সজনিত কোনো সিদ্ধান্ত নয়, বরং দলীয় কম্বিনেশনের কারণেই তাকে সুযোগ দেওয়া যাচ্ছে না। তামিম বলেন, “আমরা যতটা চেয়েছি, শান্তকে ততটা সুযোগ দিতে পারছি না। আমাদের দলের ব্যাটিং কম্বিনেশন মেলানো কঠিন হয়ে যাচ্ছে। প্রথম কয়েকটি ম্যাচেও সঠিক ভারসাম্য খুঁজে পেতে সমস্যা হচ্ছিল।”
তিনি আরও বলেন, “শান্ত দুর্দান্ত ব্যাটসম্যান, রংপুরের বিপক্ষে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। তবে দলের বর্তমান কৌশলের সঙ্গে কোথায় তাকে খেলানো যায়, সেটাই বোঝা যাচ্ছে না।”
তবে একাদশে সুযোগ না পেলেও শান্তর পেশাদার মানসিকতায় মুগ্ধ তামিম। তিনি প্রশংসা করে বলেন, “শান্ত বাংলাদেশ দলের অধিনায়ক, দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। দলের প্রতি তার মনোভাব ও নিবেদন অসাধারণ। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গেই তার সম্পর্ক দুর্দান্ত। এটা সত্যিই প্রশংসনীয়।”
শান্তর মতো ব্যাটসম্যানকে মাঠের বাইরে রাখা দলীয় কৌশলের জন্য যতই জরুরি হোক না কেন, তার ধারাবাহিক অনুশীলনের ঘাটতি ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন ভাবনার বিষয়।