চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ শুরু করলো দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিপক্ষে ১০৭ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৩১৫ রান সংগ্রহ করে। জবাবে আফগানিস্তান অলআউট হয় মাত্র ২০৮ রানে।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল দক্ষিণ আফ্রিকার হাতে। তাদের ব্যাটিং ছিল সুসংগঠিত। উদ্বোধনী জুটিতে ২৮ রান তুললেও এরপরই টনি ডি জর্জি ২৮ রানের মাথায় বিদায় নেন। তবে এরপরই প্রোটিয়ারা ঘুরে দাঁড়ায়। রায়ান রিকেলটন ও অধিনায়ক টেম্বা বাভুমার অসাধারণ জুটিতে ১২৯ রান যোগ হয় স্কোরবোর্ডে।
বাভুমা ৭৬ বলে ৫৮ রান করে বিদায় নেন। অন্যদিকে রিকেলটন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন, ১০১ বলে ১০৩ রান করে রানআউট হন। শেষদিকে রাশি ফন ডার ডুসেন (৪৬ বলে ৫২) ও এইডেন মারক্রাম (৩৬ বলে ৫২*) ঝড়ো ব্যাটিং করে দলকে ৩১৫ রানে নিয়ে যান।
আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ নবি ২টি ও ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও নুর আহমেদ ১টি করে উইকেট শিকার করেন।
৩১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগান ব্যাটিং লাইনআপ তেমন প্রতিরোধ গড়তে পারেনি। রহমত শাহ একাই ৯২ বলে ৯০ রান করেন, কিন্তু দলের অন্যরা ব্যর্থ হন। আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান ১৮ রান করে করেন, ইব্রাহিম জাদরান করেন ১৭ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ৩৬ রানে ৩টি, লুঙ্গি এনগিদি ও উইয়ান মুল্ডার ২টি করে উইকেট নেন।
প্রোটিয়ারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করলো। অন্যদিকে আফগানিস্তানকে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।