চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান। তবে স্বাগতিকদের প্রত্যাশা পূরণ হয়নি, বরং ফাইনালে ৫ উইকেটের পরাজয়ে শিরোপা জিতেছে নিউজিল্যান্ড।
শুক্রবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৪২ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২৮ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। এর মাধ্যমে ২০০৫ সালের পর প্রথমবারের মতো সাদা বলে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জিতল নিউজিল্যান্ড।
পাকিস্তান তুলনামূলক কম রান করলেও একসময় মনে হচ্ছিল, তারা ম্যাচ জমিয়ে তুলতে পারে। তবে ড্যারিল মিচেল ও টম লাথামের দৃঢ়তায় জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে তারা ৮৮ বলে ৮৭ রানের কার্যকর জুটি গড়েন।
কিউইদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিচেল ও লাথাম, যারা দুজনেই ফিফটি করেন। মিচেল ৫৮ বলে ৫৭ এবং লাথাম ৬৪ বলে ৫৬ রান করেন। ওপেনার ডেভন কনওয়ে ৪৮ রানের ইনিংস খেলেন ৭৪ বলে, আর অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৩৯ বলে ৩৪ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০২ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে নবম উইকেটে ফাহিম আশরাফ ও নাসিম শাহের ৩৯ রানের জুটিতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করে স্বাগতিকরা।
পাকিস্তানের ইনিংসে কোনো ব্যাটসম্যান ফিফটি করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান, তিনি খেলেন ৭৬ বল। সালমান আগা ৬৫ বলে করেন ৪৫ রান। এছাড়া তৈয়ব তাহির ৩৩ বলে ৩৮, বাবর আজম ৩৪ বলে ২৯, ফাহিম আশরাফ ২১ বলে ২২ ও নাসিম শাহ ১৭ বলে ১৯ রান করেন।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন উইলিয়াম ও’রর্কে, যিনি ৪৩ রানে ৪ উইকেট শিকার করেন। স্পিনার মাইকেল ব্রাসওয়েল ও মিচেল স্যান্টনার নেন ২টি করে উইকেট। পাকিস্তানের পক্ষে ৪৩ রানে ২ উইকেট নেন নাসিম শাহ।
এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের শিরোপা খরা কাটলো, অন্যদিকে স্বাগতিক পাকিস্তানের জন্য এটি আরও একটি হতাশাজনক পরিণতি।