তৃতীয় বিশ্বযুদ্ধ খুব কাছেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে এক সম্মেলনে তিনি বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্ব খুব বেশি দূরে নেই, তবে এমন যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক হবে না।”
তবে একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, তার প্রশাসন ক্ষমতায় থাকলে এমন যুদ্ধের সম্ভাবনা নাকচ হয়ে যাবে। তিনি দাবি করেন, যদি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকত, তাহলে বিশ্ব ইতোমধ্যেই যুদ্ধে নিমজ্জিত হতো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ট্রাম্প বলেন, “যদি বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তবে যুক্তরাষ্ট্র এতে জড়াবে না।” তবে তার এই অনুমানের পেছনের কারণ ব্যাখ্যা করেননি তিনি।
বিশ্বজুড়ে চলমান সংঘাত নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, তার প্রশাসন এই অর্থহীন যুদ্ধগুলো বন্ধ করতে কাজ করবে এবং যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করে তুলবে। তার মতে, যদি কোনো সংঘাত শুরু হয়ও, তবে কেউই যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে পারবে না।
নিজের ভবিষ্যদ্বাণীর যথার্থতা প্রমাণ করতে ট্রাম্প ধনকুবের ইলন মাস্কের এক মন্তব্যকে উদ্ধৃত করেন। তিনি বলেন, “ইলন মাস্ক বলেছেন— ‘ইউক্রেন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি একদম সঠিক।’”
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি জেলেনস্কি পদ না ছাড়েন, তবে তার জন্য পৃথিবীর কোথাও আশ্রয় থাকবে না।
বিশ্ব রাজনীতির অস্থিরতার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।