ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় প্রথমবারের মতো বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর তিনি বার্মিংহাম ও ভারতে দুটি পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেননি। দুই দফায় পরীক্ষায় ফেল করার পর, সাকিবের বোলিং নিষিদ্ধ হয়ে যায়। তবে সেই নিষেধাজ্ঞা কাটাতে তিনি এবার তৃতীয়বারের মতো পরীক্ষা দিতে যাচ্ছেন।
এ প্রসঙ্গে রূপগঞ্জ ক্রিকেট দলের মালিক লুৎফর রহমান বাদল জানান, সাকিব ইংল্যান্ডে পরীক্ষায় অংশ নেবেন এবং তার জন্য একটি বিশেষ কোচও নিয়োগ করা হয়েছে। তিনি আশা করছেন, সাকিব পরীক্ষায় সফল হলে তিনি বাংলাদেশে আবারও খেলতে পারবেন।
বাদল আরো বলেন, “আমরা সাকিবকে দলে নিয়েছি কারণ সে দলের সবচেয়ে বড় তারকা। দলের জন্য সাকিবের উপস্থিতি বড় বিষয়। সাকিব বাংলাদেশের সম্পদ, এবং আমরা চাই তার ক্যারিয়ার যেন আরও অনেক দিন চলতে থাকে।”
প্রসঙ্গত, সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়ার পর তার ক্যারিয়ারের এক অপ্রত্যাশিত বাঁক আসে। তবে, তিনি এখন আশা করছেন তৃতীয়বারের পরীক্ষায় সফল হয়ে ফের ক্রিকেট মাঠে নিজের উপস্থিতি জানান দেবেন।