ভালোবাসার গল্পে ভরা ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’তে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা এবং প্রীতম হাসান। এই ওয়েব ফিল্মটির পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। ১৯ ফেব্রুয়ারি, রাত ১২টায় চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ঘুমপরী’।
শনিবার, রাজধানীর একটি হোটেলে এই ওয়েব ফিল্মের ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারে, প্রীতম এবং তিশার চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরূপে দেখা গেছে। পারশা মাহজাবীনও রয়েছেন এই ফিল্মে, যিনি চিকিৎসকের অ্যাপ্রোনে উপস্থিত হয়েছেন। এই ওয়েব ফিল্মটি একাধিক আবেগ ও উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত।
তানজিন তিশা বলেন, ‘ঘুমপরী’ তার জন্য বিশেষ অভিজ্ঞতা, যেখানে তিনি নিজের অভিনয়ের ক্ষমতাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। এছাড়া, ১০ ফেব্রুয়ারি, ‘মন্দ হতো না’ গানের টিজার প্রকাশ পেলে সেটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে, যেখানে গানের লাইন ‘তুমি আমার হলে মন্দ হতো না’ শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।