রাত ৯টার পর থেকে হঠাৎই তিনজন বিশিষ্ট আন্দোলনকর্মীর ভেরিফায়েড ফেসবুক আইডি অকার্যকর হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি সাদিক কায়েম এই ঘটনার শিকার।
প্রথমে হাসনাত আবদুল্লাহর আইডি ডিজেবল হয়ে যায়। এরপর সারজিস আলম এবং সাদিক কায়েমের আইডিও একই অবস্থায় পড়ে। তবে এ বিষয়ে হাসনাত এবং সারজিস কোনো মন্তব্য করেননি।
ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম জানিয়েছেন, তিনি একটি সূত্র থেকে জানতে পেরেছেন যে, একটি সাইবার গ্রুপ বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি লক্ষ্যবস্তু বানিয়েছে। সেই তালিকায় তার নাম থাকায়, সাইবার হামলা এড়াতে তিনি নিজেই তার আইডি সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করেছেন। সাইবার হামলার ঝুঁকি কমলে তিনি তার আইডি আবার সক্রিয় করবেন।
এই ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে এবং সামাজিক মাধ্যমে উদ্বেগ বাড়ছে। অনেকে প্রশ্ন তুলছেন, এটি কি সাইবার হামলার ফলাফল, নাকি পরিকল্পিতভাবে অভিযোগের মাধ্যমে আইডিগুলো বন্ধ করা হয়েছে?
ডিজিটাল প্ল্যাটফর্মে আন্দোলনকারীদের উপস্থিতি এই ধরনের পরিস্থিতির প্রতি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ফলে মতপ্রকাশের স্বাধীনতা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি উঠছে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য তাদের অনুসারীরা এবং সংশ্লিষ্ট মহল অপেক্ষা করছে।