ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বরাবরই তার অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। অসংখ্য হিট নাটকে তার অভিনয়ের ঝলক দেখা গেছে, শুধু দেশেই নয়, পশ্চিমবঙ্গেরও বিভিন্ন প্রজেক্টে কাজ করে তিনি সবার মন জয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি ফারিণ সম্প্রতি তার গানের প্রতিভার জন্যও প্রশংসিত হয়েছেন। গত বছর তার কণ্ঠের জাদুতে ভক্তরা মুগ্ধ হয়েছেন এবং নতুন বছরে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি।
ফারিণ সংবাদমাধ্যমকে বলেন, “আমি কখনো আগাম কিছু পরিকল্পনা করি না। যেটা মনে হয় ঠিক, সেটাই করি। সেই আগ্রহ থেকেই নতুন গানের কাজ শুরু করেছি। এ বছরের শুরুতেই একটি নতুন গান আসছে। পাশাপাশি একটি সিনেমার ব্যাপারেও আলোচনা চলছে, যা প্রায় চূড়ান্ত। খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”
নতুন বছরে অভিনয় ও গানের প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় কাটানোর পরিকল্পনা করছেন ফারিণ। নিজের যাত্রাপথ নিয়ে তিনি জানান, “যেটা করি, মন থেকে করি। দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”