চলতি মাসে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর অষ্টাদশ আসর। বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেবেন, তবে বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলের নিলামে অংশ নিতে পারেননি। তবে নতুন গুঞ্জন উঠেছে যে, আসরের শুরু আগে দুই বাংলাদেশি ক্রিকেটার ডাক পেতে পারেন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সম্প্রতি এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি জানান, “আমরা সর্বদা এমন সিদ্ধান্ত নেবো যা আমাদের ক্রিকেটের জন্য লাভজনক হবে। অনেক সময় ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও খেলোয়াড়দের বিদেশী লিগে পাঠানোর সিদ্ধান্ত নিতে হতে পারে।” তবে, অতীতে বিসিবি এনওসি (ছাড়পত্র) দিতে খুবই সতর্ক ছিল এবং এমনও হয়েছে যে, খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ছাড় দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “খেলোয়াড়রা ভালো অফার পেলেও আমরা কখনো কখনো তাদের ছাড়তে পারি না, যদি মনে করি তাদের ঘরোয়া ক্রিকেট খেলা আরও গুরুত্বপূর্ণ।” বর্তমানে কোনো ক্রিকেটারের সঙ্গে এনওসি নিয়ে আলোচনা হয়নি, এমন তথ্যও দেন ফাহিম।
এদিকে, আইপিএলের ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে এবং ২৫ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মধ্যে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম ছিল মেগা নিলামে, তবে তাদের প্রতি কোনো আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।