বিপিএলের এবারের সিজনে রংপুর প্লে-অফে পৌঁছে গেলেও বাকিদের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে। ফরচুন বরিশাল, চিটাগাং কিংস, খুলনা টাইগার্স ও রাজশাহী দুর্বারদের মধ্যে চলছে নাটকীয় লড়াই। তবে ফরচুন বরিশাল আপাতত একধাপ এগিয়ে, যাদের সংগ্রহ ৮ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান।
বরিশালের আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি বিশ্বাস করেন, দলের সেরা দুটি জায়গায় থাকা সম্ভব। তিনি বলেন, “তবে আমাদের মনোযোগ বাকি চার ম্যাচের প্রতি। ভালো পারফর্মেন্সে সেরা দুইয়ের মধ্যে থাকা সম্ভব।”
এবারের পিচ আগের চেয়ে ভালো হওয়ায় নবি মনে করেন, ব্যাটার ও বোলারদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি হয়েছে। পেস বোলারদের জন্যও সুযোগ তৈরি হয়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে তাসকিন আহমেদের সাফল্যে। নবি বলেন, “পিচের উন্নতি পেসারদের জন্য ভালো সুযোগ তৈরি করেছে। তাসকিনের মতো পেসাররা এই পরিস্থিতিতে সফল হয়েছেন, যা আগে সাধারণত স্পিনারদের ক্ষেত্রে দেখা যেত।”
এখন পর্যন্ত বিপিএলে ২২ উইকেট নিয়ে রাজশাহী দুর্বারের তাসকিনের পারফর্মেন্স তার এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত হচ্ছে।