চলমান বিপিএলে বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন তাসকিন আহমেদ, যদিও দলের পারফরম্যান্স মাঝে মাঝে ওঠানামা করছে। তারকা এই পেসার পিএসএল ড্রাফটে দল না পেলেও, তিনি এ নিয়ে কোনো ধরনের আক্ষেপ বা হতাশা প্রকাশ করেননি। গতকাল একটি সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানতে চাইলে তাসকিন বলেন, “পিএসএলে দল না পাওয়ায় আমি আপসেট নই। যদি আমি জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারি, যেখানেই খেলি, সামনে অনেক সুযোগ আসবে।”
তিনি আরও বলেন, “আগে ৩ বার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। যদি সেটা আপসেট হতো, তাহলে তো গলায় দড়ি দিয়ে মরতে হতো। তবে আমি বিশ্বাস করি, তকদিরে যা আছে, তা সামনে আসবে ইনশাল্লাহ।”
তাসকিন, যিনি বর্তমানে রাজশাহী দলের অধিনায়ক, তার নেতৃত্বে প্রথম ম্যাচেই চিটাগাং কিংসের কাছে ১১১ রানে পরাজিত হয়। ম্যাচ শেষে নিজের বোলিং পারফরম্যান্স ও দলের পরাজয়কে তিনি খারাপ দিন হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “শুরুটা ভালো ছিল, কিন্তু ৫টি ক্যাচ মিসের কারণে ম্যাচের ফলাফল বদলে গিয়েছিল। তবে এমন খারাপ দিন আসতেই পারে। গুরুত্বপূর্ণ হচ্ছে, আল্লাহ আমাকে সুস্থ রাখলে সামনে ভালো পারফরম্যান্স আশা করি।”
এছাড়াও আইপিএলে খেলার গুঞ্জন প্রসঙ্গে তাসকিন বলেন, “ডিরেক্ট কোনো আলোচনা হয়নি। তবে কারও ইঞ্জুরি হলে আমাকে ডাকতে পারে। আমার ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে দীর্ঘ সময় খেলা এবং ভালো পারফরম্যান্স দেখানো।”