তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় আসার পর নারীদের জীবন হয়ে উঠেছে এক কঠিন সংগ্রাম। স্কুল বন্ধ, ব্যবসায় নিষেধাজ্ঞা, সেলুন ও বিউটি পার্লারগুলো বন্ধ হয়ে যাওয়ার পর নারীরা এখন ঘরের চার দেয়ালে আবদ্ধ। বিভিন্ন পেশার নারীরা তাদের জীবনের স্বপ্ন ও স্বাধীনতা হারিয়ে এক বিভীষিকাময় জীবনের মধ্যে বসবাস করছে।
তাদের মধ্যে অনেকেই এখন একঘেয়ে জীবনের মধ্যে সময় কাটাচ্ছে, যেমন আলা, যিনি ছবি আঁকতে ভালোবাসতেন, কিন্তু এখন তার সেই স্বপ্ন কবর হয়ে গেছে। একইভাবে, ফারিস্তা, একজন গৃহিণী, নিজের একঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য একটু বাইরে বের হতে চান, কিন্তু তালেবানের নিষেধাজ্ঞার কারণে সেটি সম্ভব নয়।
তালেবান শাসনে আফগান নারীরা এখন স্বপ্নের দিকে তাকিয়ে, তাদের গতিশীল জীবনের খোঁজে চিরকালীন অন্ধকারে আছেন।