তালেবানের হাতে ধারণার চেয়ে অনেক বেশি আমেরিকান নাগরিক জিম্মি রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে তালেবান শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। এমন সতর্কতা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কো রুবিও লেখেন, “তালেবান যতজন জিম্মির কথা বলেছে, প্রকৃত সংখ্যা তার চেয়েও বেশি বলে মনে হচ্ছে। যদি এ খবর সত্যি হয়, তবে তাদের নেতাদের ধরতে আমরা বড় পুরস্কার ঘোষণা করব, যা এমনকি ওসামা বিন লাদেনের ওপর ঘোষিত পুরস্কারের চেয়েও বেশি হতে পারে।”
রুবিওর পোস্টে আরও কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। তবে কতজন আমেরিকান তালেবানের হাতে বন্দী আছেন, সে বিষয়েও কোনো নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
সম্প্রতি, কাবুল থেকে জানানো হয়, আফগানিস্তানে বন্দী থাকা দুই আমেরিকান নাগরিককে মুক্তি দিতে যুক্তরাষ্ট্র একটি চুক্তি করেছে। এর অধীনে, সেখানে সাজাপ্রাপ্ত এক আফগান নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। ওই আফগানের নাম খান মোহাম্মদ, যিনি মাদক পাচার ও চরমপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে সাজাপ্রাপ্ত ছিলেন।
তালেবানদের কাছে মুক্তিপ্রাপ্তদের একজন রায়ান করবেট, যিনি ২০২২ সাল থেকে বন্দী ছিলেন। অপরজন উইলিয়াম ম্যাককেন্টি, যিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময় তালেবানের হাতে বন্দী হন।
তালেবানদের ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে এই ধরণের উত্তেজনা অব্যাহত রয়েছে। মার্কিন প্রশাসন তালেবানদের মনোভাবের কঠোর সমালোচনা করেই যাচ্ছে।