জাতীয় দলের সহকারী কোচ হওয়ার পর মোহাম্মদ সালাউদ্দীন এবার প্রাইম ব্যাংকের ডাগআউটে নেই। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকারও এবার দল ছাড়ায় অনেকে ভেবেছিলেন, প্রাইম ব্যাংকের স্কোয়াড দুর্বল হয়ে যাবে। তবে সেই শূন্যতা পূরণে দলটি এবার ভিন্ন পরিকল্পনা নিয়েছে। প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পেসার তালহা জুবায়েরকে, যিনি বিপিএলে খুলনা টাইগার্সের কোচ হিসেবে নজর কেড়েছেন।
শুধু কোচ নয়, দল গোছাতেও এবার চমক দেখিয়েছে প্রাইম ব্যাংক। তারা দলে রেখেছে জাকির হাসান, সাহাদাত হোসেন দিপু, হাসান মাহমুদ ও নাজমুল অপুকে। পাশাপাশি একঝাঁক প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে।
নতুন দলে ওপেনিংয়ের জন্য এসেছে নাইম শেখ ও সাব্বির হোসেন, যারা বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। ব্যাটিং শক্তি বাড়াতে যোগ দিয়েছেন শামীম পাটোয়ারী। বোলিং বিভাগে থাকছেন পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ, সঙ্গে অলরাউন্ডার আব্দুল্লাহ আল মামুন।
স্পিন আক্রমণে বৈচিত্র্য আনতে রাখা হয়েছে নাজমুল অপু, আরাফাত সানি, রিশাদ হোসেন ও নাহিদ ইসলামকে। উইকেটকিপার হিসেবে দলে যোগ দিয়েছেন ইরফান শুক্কুর।
প্রিমিয়ার লিগের জন্য বেশ ভারসাম্যপূর্ণ স্কোয়াড গঠন করেছে প্রাইম ব্যাংক। কাগজে-কলমে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জের পর শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে তারা। কোচ তালহার অধীনে এবার দলটি কেমন পারফর্ম করে, সেটাই দেখার অপেক্ষা।