অবশেষে জাতীয় দলকে বিদায় জানালেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তার অবসরের খবরে দেশের ক্রিকেটপ্রেমীরা হতাশ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া তামিমের আবেগঘন পোস্টটি সবার মন ছুঁয়ে গেছে। সেখানে তামিম তার সিদ্ধান্তের কারণ, বর্তমান মানসিক অবস্থা এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তামিমের এই সিদ্ধান্তে তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু মুশফিকুর রহিমও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। ফেসবুকে দেওয়া এক পোস্টে মুশফিক লেখেন, “তামিম, তুমি যা অর্জন করেছ, তার জন্য আমি গর্বিত। তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অনন্য দূত এবং বিশ্বমানের ব্যাটার।”
২০১৮ সালের এশিয়া কাপে তামিমের বীরত্বের গল্প মনে করিয়ে দিয়ে মুশফিক আরও লেখেন, “দুবাইয়ে আমাদের সেই ম্যাচ আমি কখনো ভুলব না। একটি ভাঙা আঙুল নিয়ে তোমার ব্যাটিং দেশের প্রতি তোমার ভালোবাসা এবং খেলার প্রতি তোমার আবেগ প্রকাশ করে।”
মুশফিক পোস্টের শেষে বলেন, “তোমার অবসরের জন্য শুভকামনা, বন্ধু। মাঠে তোমাকে মিস করব। তোমার মতো একজন বন্ধু পাওয়ায় আমি কৃতজ্ঞ।”
তামিমের অবসর নিয়ে আরেক সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও তার অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, “তামিম, দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন। তোমার সঙ্গে খেলার প্রতিটি মুহূর্ত ছিল উপভোগ্য। মাঠ ও মাঠের বাইরে আমাদের স্মৃতিগুলো চিরদিন মনে থাকবে।”
বাংলাদেশ ক্রিকেটে অবিস্মরণীয় অবদান রেখে যাওয়া তামিম ইকবালের এই বিদায় কেবল তার সতীর্থ নয়, ভক্তদের হৃদয়েও শূন্যতা তৈরি করেছে।